More

    নাজিরপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    পিরোজপুরের নাজিরপুরে থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১২ নভেম্বর ) সকালে মাটিভাংগা পুলিশ তদন্ত কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

    নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদ আল ফরিদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসরিন জাহান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পিরোজপুর। নাজিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম, মাটিভাংগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ নাজিরপুর থানা ও মাটিভাংগা পুলিশ তদন্ত কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

    তারা নাজিরপুর উপজেলার বর্তমান সামাজিক পরিস্থিতি তুলে ধরে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কার্যকর উদ্যোগ ও পরামর্শ প্রদান করেন।
    পুলিশ প্রশাসনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে অপরাধ দমন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে এই ওপেন হাউস ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস।আমাদের নিজেদের ভিতরে পরিবর্তন আনতে হবে। যার যার জায়গা থেকে আমাদের কাজ করে যেতে হবে।

    প্রতি মাসে আমাদের ৪০ থেকে ৫০ টা মাদকের মামলা হয় এবং আমরা ৬০/৭০ জন আসামীকে গ্রেফতার করি। কিন্তু জামিন পেয়ে এসে তারা আবার মাদকের ব্যাবসায় জরিয়ে পরে। জামিন পুলিশের হাতে না। আমাদের আইনটা যদি আরেকটু শক্তিশালী হয়, যাতে কোন মাদক কারবারি মাদক সহ ধরা পরলে ৫ থেকে ৭ বছরের ভিতর বের না হতে পারে। এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় জানাবো।

    তিনি আরো বলেন, আমার পাশে এসে আপনাদের আমাকে সহযোগিতা করতে হবে। আপনারা আমার নাম্বারে তথ্য দিবেন, আমি ব্যাবস্থা গ্রহণ করবো। যদি এখানকার পুলিশ মাদক কারবারিদের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে আমি ডিবির টিম পাঠাবো।

    আমার পুলিশ সদস্য যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ আনলেন, আপনারা আমাকে তাদের নাম দিবেন—আমি আগামী ৫ দিনের ভিতরে এখান থেকে তাদেরকে বদলি করে দেবো। আপনারা নতুন লোক চেয়েছেন, আমি এই জায়গায় নতুন লোক দেবো।

    পুলিশকে আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে এবং নিজেদের সচেতন হতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ‘কোন জামায়াতে ইসলামী নয়, গণঅধিকার নয়, ইসলামী আন্দোলন নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীই এ আসনে নির্বাচন করবে

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন...