বরিশাল অফিস : আওয়ামী লীগের ১৩ নভেম্বরের নিষিদ্ধ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল নগরীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য সহিংসতা বা বিশৃঙ্খলা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ স্থান, মোড় ও প্রবেশপথে বসানো হয়েছে চৌকি। পাশাপাশি চলছে নিয়মিত টহল কার্যক্রম। শুধু পুলিশই নয়, সেনাবাহিনী ও র্যাব সদস্যরাও নিরাপত্তা তৎপরতায় অংশ নিয়েছেন।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরকদ্রব্য বহন রোধে সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সদস্যরাও মাঠে কাজ করছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার শফিকুল ইসলাম জানান, টহল কার্যক্রম নিয়মিত থাকলেও ১৩ নভেম্বরের প্রেক্ষিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
পাশাপাশি সন্ধ্যার পর শুরু হয়েছে রাতভর মহড়া। লঞ্চঘাট, রূপাতলী, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড ও কাশিপুর বাজারসহ ব্যস্ত এলাকাগুলোতে ডিবি টিম মোতায়েন করা হয়েছে। এছাড়া সিটিএসবি টিমও পুরো মহানগরে সক্রিয় রয়েছে।
