More

    বরিশাল সদর উপজেলায় গ্রাম প্রতিরক্ষা দলের মৌলিক প্রশিক্ষণের সমাপনী

    অবশ্যই পরুন

    বরিশাল সদর উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে টিডিভি (গ্রাম প্রতিরক্ষা দল) মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জিনি, বিএসএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মোঃ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা, বিডিভিএমএস। দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীরা তাদের শেখা দক্ষতা ও জ্ঞান প্রদর্শন করেন।

    বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত শৃঙ্খলা, দেশপ্রেম ও দায়িত্ববোধ সমাজে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাপনী পর্বে সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    প্রশিক্ষণার্থীরা অঙ্গীকার করেন— দেশের কল্যাণে তারা সর্বদা সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে বাবা-মায়ের সাথে অভিমানে;মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে বাবা-মায়ের সাথে অভিমানে বর্ণা আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে...