More

    বরিশাল প্রশাসনের শীর্ষ পদে রদবদল

    অবশ্যই পরুন

    বরিশাল প্রশাসনের শীর্ষ পদে রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। খুব শিগগিরই বরিশাল বিভাগীয় কমিশনার ও সিটি প্রশাসক রায়হান কাওছারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মোহাম্মাদ মাহফুজুর রহমান, যিনি ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

    পাশাপাশি বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে আসছেন মো. খায়রুল আলম সুমন, যিনি ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন -৫) নর্দার্ন রুট প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এনিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক সপ্তাহের মধ্যে তিন দফায় অর্ধশত জেলা প্রশাসনের শীর্ষ পদে রদবদল আনল সরকার।

    বিভিন্ন মাধ্যম নিশ্চিত করে, বরিশাল বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক রায়হান কাওসারকে ভূমি মন্ত্রণালয়ে সরিয়ে নিয়ে তার পদে নিয়োগ দেওয়া হয় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মাদ মাহফুজুর রহমানকে। অনুরূপভাবে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলেয়ার হোসেন যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ে, তার স্থলাভিষিক্ত হচ্ছেন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন -৫) নর্দার্ন রুট প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. খাইরুল আলম সুমন। এছাড়া বরগুনার জেলা প্রশাসককে সরিয়ে নিয়ে সেখানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব রায়হান কাওসার ২০২৪ সালের ৪ নভেম্বর বরিশাল বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন।

    একই সাথে তিনি বরিশাল সিটির প্রশাসকের দায়িত্বও পেয়েছিলেন। বরিশাল প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা এক বছরের দায়িত্ব পালনকালে কীর্তনখোলা তীরের এই জনপদের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ রাখেন। বিশেষ করে শহর অভ্যন্তরের খাল উদ্ধার এবং রাস্তাঘাট মেরামতে তিনি তৎপর ছিলেন। এক বছরের মাথায় রায়হান কাওসারকে সরিয়ে নিলো সরকার। একই বছরের ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক হিসেবে বরিশালে যোগদান করেছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন।

    তাকেও সরিয়ে নেওয়ার পরে একই পদে নতুন জেলা প্রশাসক হিসেবে আসতে যাচ্ছেন মো. খাইরুল আলম সুমন। বিভাগ ও জেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন কর্মকর্তাদ্বয় শিগগিরই বরিশালের কর্মস্থলে যোগদান করবেন। সেক্ষেত্রে সপ্তাহখানেক সময় লাগতে পারে। বরিশাল প্রশাসনের শীর্ষ পদে এই রদবদল নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা চর্চা হচ্ছে।

    বিশেষ করে প্রশাসনের শীর্ষ পদে পরিবর্তনকে বিএনপি নির্বাচনী আভাস বলে মনে করছে। অবশ্য এই রদবদলের কয়েক ঘণ্টা আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ রাখতে গিয়ে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচন হওয়ার বিষয়টি সাফ জানিয়ে দেওয়ায় সেই হাওয়া আরও জোরালো রূপ নেয়।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আবারও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নি সংযোগের চেষ্টা

    পটুয়াখালীর ঝাউতলায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নি সংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনগত গভীর...