পিরোজপুর প্রতিনিধি: দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে মিছিলটি শহরের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জামায়াতের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পিরোজপুর জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এর নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন- পিরোজপুর পৌর জামায়াতের আমীর ইসহাক আলী খান, পিরোজপুর সদর উপজেলা জামায়াতের আমীর সিদ্দিকুর রহমান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ মিয়া, জামায়াত নেতা মাওলানা শওকত আলী ও আনসারুজ্জাম হালিম প্রমুখ। বিক্ষোভ মিছিলে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
