More

    নাজিরপুরে গাজাঁসেবিকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে গাঁজা সেবনের দায়ে রাঁধে শ্যাম ওঝা (৩০) নামে এক মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চরখোলা গ্রামে এ অভিযান পরিচালনা করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া শাহনাজ তমা।

    এসময় নাজিরপুর থানা পুলিশের এস আই অসোক কুমার বর্মন সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো। দণ্ডপ্রাপ্ত রাঁধে শ্যাম ওঝা উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের চরখোলা গ্রামের খিতিশ ওঝার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

    আজ মাদকদ্রব্য (গাঁজা) সেবনের সময় স্থানীয় লোকজন তাকে আটক করে থানা পুলিশকে জানালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সহোযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০২৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা বলেন, মাদক সেবন ও বেচাকেনা রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আবারও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নি সংযোগের চেষ্টা

    পটুয়াখালীর ঝাউতলায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নি সংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনগত গভীর...