More

    ৩ মাস ধরে অচল ইন্দুরকানী হাসপাতাল পানি শোধনাগার: বিশুদ্ধ পানির সংকটে ভোগান্তিতে রোগীরা

    অবশ্যই পরুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে বিগত তিন মাস ধরে সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে আছে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট)। কর্তৃপক্ষের উদাসীনতা ও উদ্যোগহীনতার কারণে এতদিনেও প্লান্টটি চালু হয়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা।

    জানা যায়, বিগত ২০২২ সালের মাঝামাঝিতে পিরোজপুর জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে এ পানির প্লান্টটি স্থাপন করেছিল। মূলত, হাসপাতালে ভর্তিকৃত ও চিকিৎসা নিতে আসা রোগীদের ও আশেপাশের জনসাধারণের বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে এ পানির প্লান্টটি স্থাপন করা হয়।
    বিজ্ঞাপন

    কিন্তু চলতি বছরের ২৫ আগস্ট থেকে পানি শোধনাগারটি সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়ে। এর ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা নিরাপদ পানির অভাবে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। আর্থিকভাবে সচ্ছল রোগীরা বোতলজাত পানি কিনে ব্যবহার করলেও গরিব ও অসহায় রোগীরা পড়েছেন বিপাকে। এতে হাসপাতালে বিভিন্ন পানিবাহিত রোগের আশঙ্কাও বেড়েছে বলে জানিয়েছেন সেবাপ্রার্থীরা।

    চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, ‘উপজেলা পর্যায়ের একমাত্র সরকারি হাসপাতালে সুপেয় পানির অভাব মেনে নেওয়া যায় না। ৩ মাস ধরে পানি শোধনাগার বন্ধ থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না— এটা তাদের উদাসীনতা ও সদিচ্ছার অভাবের ফল।’

    স্থানীয় সচেতন মহল বলছে— একটি উপজেলা পর্যায়ের হাসপাতালে পানি শোধনাগার দীর্ঘদিন অচল থাকা শুধু প্রশাসনিক ব্যর্থতাই নয়, এটি জনস্বাস্থ্যের জন্যও হুমকি। হাসপাতালজুড়ে পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

    স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন,‘সরকারের টাকা ব্যয়ে নির্মিত এই প্লান্ট বন্ধ থাকায় আমরা শুধু কষ্টই পাচ্ছি না, দেশের সম্পদও নষ্ট হচ্ছে। দ্রুত এটি মেরামত করে চালু করা জরুরি।’

    পানি প্লান্টের অপারেটর সুরঞ্জিত জানান,‘এ পর্যন্ত আড়াই লাখ লিটার পানি শোধন করা হয়েছে। ফলে ফিল্টারের মেমব্রেন নষ্ট হয়ে গেছে। পানি বিক্রি করে ১ লাখ টাকা ফান্ডে জমা আছে, তবে পর্যাপ্ত অর্থ না থাকায় মেমব্রেন পরিবর্তন করে প্লান্টটি চালু করা যাচ্ছে না।’

    এ বিষয়ে পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন,‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (টিএইচও) কাছ থেকে বিস্তারিত জানা যাবে।’

    এ বিষয়ে পিরোজপুর জেলা উপর-সহকারী স্বাস্থ্য প্রকৌশলী মইনুল ইসলাম জানান,‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের কাছে চিঠি এসেছিল। আমরা জানিয়েছি, প্লান্টের মেমব্রেন আমাদের রেট লিস্টে নেই। তারা পানি বিক্রির টাকা থেকে মেমব্রেন কিনে প্লান্টটি চালু করতে পারতেন, এত সময় লাগার কথা নয়।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির মহোৎসব: হিসাব রক্ষণ কর্মকর্তার ‘১৫ কোটি টাকার’ সম্পদ নিয়ে তোলপাড়

    বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতির অভিযোগে তোলপাড় চলছে। প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সহিদুর রহমানের বিরুদ্ধে সরকারিভাবে অর্জিত বেতনের...