বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পুরো বরিশাল জুড়ে। সকালে মৃত্যুর সংবাদ শুনে বরিশাল সদর রোডের জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় প্রথমে কালো পতাকা উত্তোলন ও পরে কালো ব্যাচ ধারণ করেন তারা। ব্যাচ ধারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পরেন নেতাকর্মীরা।
এসময় শোকাবহ পরিবেশ তৈরি হয় পুরো এলাকা জুড়ে। বেগম খালেদা জিয়ার সাথে কাটানো সময়গুলোর স্মৃতি চারণ করে কান্না জড়িত কণ্ঠে নেতাকর্মীরা জানান, আপোষহীন নেত্রীর এমন চলে যাওয়ায় দেশের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। এ সময় নেতাকর্মীরা তার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। পরে নেতাকর্মীরা তার বিদেয়ী আত্মার মাগফিরত কামনা করে দোয়া-মোনাজাত করেন।
এদিকে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা এবং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ারসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
