পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির মনোনয়ন না পেলেও রাজনৈতিক মাঠ ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতা মামুন খান। “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি মঠবাড়িয়া উপজেলার প্রতিটি শ্রেণি–পেশার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি কাজ করে যাচ্ছি।
মনোনয়ন না পেলেও মঠবাড়িয়ার মানুষকে ছেড়ে যাব—এ প্রতিশ্রুতি আমি কখনো দেইনি। মানুষের প্রতি আমার অঙ্গীকার অপরিবর্তিত থাকবে। দল যাকে মনোনয়ন দিয়েছে তার হয়েই আমি এবং আমার কর্মীবৃন্দ একসাথে ধানের শীষের স্বার্থে কাজ করে যাব।
তিনি আরও বলেন— “মঠবাড়িয়া উপজেলার নারী–পুরুষ উভয়ের বেকারত্ব কমাতে কীভাবে কার্যকর উদ্যোগ নেওয়া যায়, সে বিষয়ে আমি দীর্ঘদিন ধরেই কাজ করছি।
যুবসমাজের দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকেই আমার গুরুত্ব।” মামুন খানের দাবি, “দলীয় সিদ্ধান্তকে শ্রদ্ধা করি, কিন্তু মানুষের ভালোর জন্য কাজ করা কখনো থামাব না। মঠবাড়িয়ার মানুষের ভালোবাসাই আমার এবং আমার দলের সবচেয়ে বড় শক্তি।”
