More

    মঠবাড়িয়ায় ঘোষিত প্রার্থীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিলেন বঞ্চিত প্রার্থী এ আর মামুন খান

    অবশ্যই পরুন

    মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :  পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলালের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ের সহ-সম্পাদক এ আর মামুন খান।

    শুক্রবার (১৪ নভেম্বর ) সন্ধ্যায় পৌরশহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন- মঠবাড়িয়া উপজেলা সাবেক যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মিল্টন, সাবেক সদস্য সচিব তাহসিন জামান রোমেল, সাবেক পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন রেজা, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মনির,

    টিকিকাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু হানিফ প্রমুখ পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মনোনয়নবঞ্চিত এআর মামুন বলেন, যা-ই করি না কেন তা দলের জন্যই করছি। মনোনয়ন পাইনি বলে এলাকা ছেড়ে চলে যাব-এমনটা ভাবা ঠিক নয়। আমি মঠবাড়িয়াতেই আছি এবং ধানের শীষ তথা দলের পক্ষে কাজ করছি।

    তবে দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল। আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চাইনা। আমরা সকল মত ও পথের মানুষদের সাথে নিয়ে জাতীয়তাবাদের আদর্শে ভালোবাসা, উদারতা ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করতে চাই। আমরা নারীদেরও ব্যবসায় সম্পৃক্ত করার জন্য উদ্বুদ্ধ করতে চাই।

    আগামীদিনে আমরা ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়তে বদ্ধপরিকর। বেকার মুক্ত মঠবাড়িয়া গড়ার।পিরোজপুর-৩ আসনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভোলায় যুবলীগ নেতার বিরুদ্ধে মা-বাবাকে মারধরের অভিযোগ

    মা-বাবা পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। দুনিয়ার সব মানুষের বিকল্প কল্পনা করা সম্ভব হলেও পৃথিবীতে বাবা-মায়ের বিকল্প মেলানো সম্ভব নয়। মা-বাবা...