More

    কলাপাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ব্র্যাকের সহযোগিতায় বুধবার সকাল ১০ টায় একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কেও স্বাস্থ্য কমপ্লেক্স এসে শেষ হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী। স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মেডিক্যাল অফিসার, কর্মকর্তা ও কর্মচারীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন। ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন, মাইক্রো ফাইন্যান্সের এলাকা ব্যবস্থাপক মীর সোহেল, স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক বশিরুজ্জামান,শাখা ব্যবস্থাপক এম এ হান্নান, যক্ষ্ধসঢ়;া নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার আবু দাউদ, রিপন দাশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মকর্তা আজিজুল ইসলাম আজিজসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তা— কর্মচারীবৃন্দ।

    আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে সরকারি—বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নির্বাচনে ৯ দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে

    নির্বাচনের পাঁচ দিন আগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর থাকবে এবং বড় ধরনের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র...