More

    বাকেরগঞ্জে অবৈধ জাটকা ইলিশ বিক্রির দায়ে ৩ জনকে ১০ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    ​বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালোনা করেন। এ সময় জাটকা মাছ বিক্রির অপরাধে হাতেনাতে তিনজনকে ধরে জরিমানা আদায় করা হয় এবং ৪৯ পিস জাটকা জব্দ করা হয়।

    ​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার আজ অবৈধভাবে জাটকা মাছ বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
    ​এসময় জাটকা বিক্রির অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তিন ব্যক্তিকে মোট (১০ দশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বিক্রেতাদের কাছ থেকে ৪৯ পিস জাটকা ইলিশ জব্দ করা হয়।
    ​জব্দকৃত জাটকাগুলো পরে স্থানীয় দুটি এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়।

    অভিযানের নেতৃত্ব দেওয়া উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার নিশ্চিত করেন, জাটকা সংরক্ষণে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
    ​এসময় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাষ্ট্রীয় শোক: আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এ...