More

    বাকেরগঞ্জে অবৈধ জাটকা ইলিশ বিক্রির দায়ে ৩ জনকে ১০ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    ​বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালোনা করেন। এ সময় জাটকা মাছ বিক্রির অপরাধে হাতেনাতে তিনজনকে ধরে জরিমানা আদায় করা হয় এবং ৪৯ পিস জাটকা জব্দ করা হয়।

    ​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার আজ অবৈধভাবে জাটকা মাছ বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
    ​এসময় জাটকা বিক্রির অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তিন ব্যক্তিকে মোট (১০ দশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বিক্রেতাদের কাছ থেকে ৪৯ পিস জাটকা ইলিশ জব্দ করা হয়।
    ​জব্দকৃত জাটকাগুলো পরে স্থানীয় দুটি এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়।

    অভিযানের নেতৃত্ব দেওয়া উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার নিশ্চিত করেন, জাটকা সংরক্ষণে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
    ​এসময় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নেছারাবাদে বিএনপির ৩১ দফা প্রচারে সমর্থকদের ধাওয়া দিয়ে ব্যানার ছিনিয়ে নেয়ার অভিযোগ

    পিরোজপুরের নেছারাবাদে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পিরোজপুর-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রত্যাশী মাহমুদ হোসেনের...