More

    আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৪ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মেয়াদ উত্তীর্ন ঔষধ ও মুদির দোকানে বিক্রয় তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার সকালে আগৈলঝাড়া উপজেলার সদর বাজারে বরিশাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানি দাস এই অভিযান পরিচালনা করেন।

    অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন ঔষধ পাওয়ায় মন্ডল ফার্মেসীকে ৪ হাজার টাকা, তারেক মেডিকেল হলকে ১২ হাজার টাকা এবং মুদির দোকানে বিক্রয় তালিকা না থাকায় অনিন্দিতা কসমেটিকসকে ২ হাজার টাকা, নজরুল স্টোরকে ২ হাজার টাকা, আবির স্টোরকে ২ হাজার টাকা, ফয়সাল ষ্টোরকে ২ হাজার টাকা, হুমায়ন বেকারীকে ১০ হাজার টাকাসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টার সুকলাল শিকদার, এএসআই মো. গৌরাঙ্গ লাল চন্দ্রসহ প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আটক চোরকে গাছের সাথে বেঁধে গণধোলাই

    বরিশালের গৌরনদীতে রাতের আঁধারে চুরি করতে এসে গ্রামবাসীর হাতে আটক হয়েছে নাজমুল সরদার (২৪) নামের এক চোর। পরবর্তীতে উত্তেজিত...