বাংলাদেশ ক্রিকেটের এক যুগের ধারক-বাহক তামিম ইকবাল এবার সরে দাঁড়ালেন বিপিএল থেকে। টুর্নামেন্টের সূচনা থেকে প্রতিটি আসরে খেলা এই ওপেনার এবার প্লেয়ার্স ড্রাফট থেকেই নাম প্রত্যাহারের অনুরোধ করেছেন। রোববার (১৬ নভেম্বর) ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
তামিম জানান, আসন্ন বিপিএলের ড্রাফটে তার নাম না রাখার জন্য তিনি শাহরিয়ার নাফীসকে অনুরোধ করেছেন। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য নিলামে তাই থাকছে না দেশের সফলতম ওপেনারদের একজনের নাম।
২০১২ সালে বিপিএলের যাত্রা শুরুর পর থেকে প্রতিটি আসরেই ব্যাট হাতে ধারাবাহিকতা দেখিয়েছেন তামিম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্বগুণ, কৌশলগত দক্ষতা আর স্থিতিশীলতা সব মিলিয়ে তিনি ছিলেন বিপিএলের অন্যতম প্রধান মুখ। ফরচুন বরিশালের টানা দুই শিরোপা জয়ের পথেও বড় ভূমিকা ছিল তাঁর।
তবে এবার সিদ্ধান্তটি আগাম অনুমেয়ই ছিল। প্রথমত, ২০২৪ সালের মার্চে হৃদরোগজনিত জটিলতার পর তামিমের ক্যারিয়ার এক নতুন রুটিনে আটকে গেছে। পুনর্বাসন এবং স্বাস্থ্যসুরক্ষা এখন তার প্রথম অগ্রাধিকার।
দ্বিতীয়ত, যেই বরিশাল ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি নিয়মিত খেলতেন, তারা এবার প্রস্তুতির সীমাবদ্ধতার কারণে অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছে। এতে তামিমের ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
এর বাইরে আছে ক্রিকেট প্রশাসনে নতুন করে যুক্ত হওয়ার আগ্রহ। বিসিবি নির্বাচনে অংশগ্রহণের উদ্যোগ নিয়ে ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগের পর সরে দাঁড়ানো ঘটনা ইঙ্গিত দেয় তার চিন্তার পরিসর মাঠের বাইরে পর্যন্ত বিস্তৃত।
