More

    বরিশালে বাসে আগুন

    অবশ্যই পরুন

    বরিশাল সদর উপজেলার দিনারের পুল এলাকায় সড়কের পাশে থাকা একটি বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ২টার দিকে চরকাউয়া-গোমা আঞ্চলিক সড়কের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বিষয়টিকে নাশকতা দাবি করলেও এটি অগ্নিসংযোগ নাকি অগ্নিকাণ্ড, তা নিশ্চিত নয় পুলিশ।

    বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় বাসের মধ্যে কেউ ছিল না। ঘটনাস্থলের অদূরে টহল পুলিশ ছিল। যে কারণে ঘটনার অল্প সময়ের মধ্যেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়। এতে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। তিনি বলেন, সৌরভ পরিবহন নামের বাসটি ১৬-১৭ দিন ধরে রাস্তার পাশে রাখা হয়েছিল।

    তবে কীভাবে এটিতে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না। এটি অগ্নিসংযোগ নাকি অগ্নিকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। যদি অগ্নিসংযোগ হয় তবে দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। যদিও স্থানীয়দের দাবি, থেমে থাকা বাসটিতে কেউ আগুন না দিলে মাঝরাতে সেটি পুড়ে যাওয়ার কোনো কারণ নেই। কারণ বাসটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় সড়কের পাশে রাখা ছিল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুর-১ আসনের সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই গ্রেপ্তার

    পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই শামীম শেখকে গ্রেপ্তার...