More

    লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে মাদারীপুরের যুবক নিহত

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি: সমুদ্রপথে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টাকালে সন্ত্রাসীদের গুলিতে ইমরান খান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় নিহতের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

    পরিবারের বরাতে জানা যায়, অবৈধ পথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে কয়েক সপ্তাহ আগে ইমরান লিবিয়ার উদ্দেশে দেশ ছাড়েন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ভূমধ্যসাগরে যাত্রাপথে সশস্ত্র সন্ত্রাসীচক্রের হামলায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

    নিহত ইমরান খান মাদারীপুর জেলার বাসিন্দা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার জানায়, দালালচক্রের মাধ্যমে কয়েক লাখ টাকা খরচ করে তিনি ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন।

    ইমরানের মরদেহ লিবিয়ায় রয়েছে বলে জানা গেছে। কূটনৈতিক প্রক্রিয়ায় মরদেহ দেশে আনার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সরকার ও দূতাবাসের সহযোগিতা চেয়েছে পরিবার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    তিন ফরম্যাটে তিন সহঅধিনায়ক ঘোষণা বিসিবির

    তিন ফরম্যাটের ক্রিকেটের জন্য আগেই তিনজন অধিনায়ক বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ওই তিন ফরম্যাটের জন্য সহঅধিনায়ক...