More

    জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আসা যাবে না: নুরুল হক নুর

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশের কোনো নির্বাচিত পদে আর হুমকি-ধামকি বা ক্ষমতার প্রভাব খাটিয়ে কেউ আসতে পারবে না। জনগণের ভোট ছাড়া ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ কিংবা জাতীয় সংসদে কেউ নির্বাচিত হতে পারবে না বলেও তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।

    নুর বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে—আগামী বাংলাদেশ কোন পথে অগ্রসর হবে। গত ৫০ বছরের রাজনীতিকে ‘ধর, মার, খাও ও লুটপাটের রাজনীতি’ হিসেবে আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ থেকে এমপি পর্যন্ত অনেক জনপ্রতিনিধি উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করেছেন।

    তিনি উদাহরণ দিয়ে বলেন, “একটি মসজিদের জন্য তিন লাখ টাকা বরাদ্দ হলে দেড় লাখ টাকার কাজ হয়। দুই কোটি টাকার রাস্তার কাজ হয় এক কোটি টাকারও কম। ফলে বছরের মধ্যেই রাস্তায় গর্ত হয়ে যায়। অটো উল্টে মানুষ মারা যাচ্ছে—এসবের কারণ কাজের অর্ধেকও বাস্তবায়ন না হওয়া।” এসব অনিয়মের পেছনে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের কমিশন নেয়ার ঘটনা জড়িত আছে বলে তিনি অভিযোগ করেন।

    তার দলের নেতা-কর্মীদের ‘মানুষের জন্য জীবন উৎসর্গ করা সংগ্রামী মানুষ’ হিসেবে উল্লেখ করে নুর বলেন, দেশে চর দখল, হয়রানি এবং প্রতিপক্ষকে ‘ফ্যাসিস্ট দোসর’ বা ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে অপবাদ দেয়ার প্রবণতা বেড়েছে। সম্প্রতি এক থানার ওসিকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন—“রাজনৈতিক নির্দেশে নিরীহ মানুষকে গ্রেফতার বা হয়রানি করা যাবে না। প্রশাসনকে জনগণের সেবক হয়ে কাজ করতে হবে।”

    জুলাইয়ের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে নুর বলেন, কৃষক–শ্রমিক–সাধারণ মানুষের আন্দোলনের ফলেই বিগত সরকারের পতন হয়েছে। এখন প্রয়োজন এমন একটি বাংলাদেশ গড়া—যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবার আইনি অধিকার, স্বাস্থ্য ও শিক্ষার সমান সুযোগ থাকবে এবং কাউকে অন্যায়ভাবে হয়রানির শিকার হতে হবে না।

    বাঁশবাড়িয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মফিজুর রহমান মাহফুজ এর সভাপতিত্বে এবং ইউনিয়ন শাখার সদস্য সচিব ইমরান হাওলাদারের সঞ্চালনায় পথসভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে দশম গ্রেড বাস্তবায়নের দাবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের

    দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার দুপুর ২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল...