More

    বরগুনায় এক ইলিশের দাম ১৬ হাজার টাকা

    অবশ্যই পরুন

    বরগুনার তালতলী পায়রা নদীতে ধরা পড়ল বিরল সৌন্দর্যের এক বিশাল ইলিশ। ওজন পুরো দুই কেজি ৪০০ গ্রাম। ঝলমলে আঁশ, মোটা দেহ আর নিখুঁত গড়নের এই ইলিশ জেলেদের চোখে প্রথম দেখাতেই বিস্ময় ছড়ায়। মৌসুমের শেষ প্রান্তে এমন আকারের ইলিশ হাতে পাওয়াকে তারা বলছেন ‘লাভের উপহার’।

    বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে তালতলীর নকরী এলাকার নদী থেকে জেলে আবুল হোসেনের জালে উঠে আসে এই দৃষ্টিনন্দন ইলিশটি। মৎস্য বন্দরে নিয়ে আসার পরই শুরু হয় দাম তোলার পালা। প্রথমে ‘মায়ের দোয়া মৎস্য ভাণ্ডার’-এ মাছটি বিক্রি হয় ৯ হাজার ৫০০ টাকায়। এরপর তালতলী মাছ বাজারে খোলা ডাকে ব্যবসায়ীরা দাম বাড়াতে থাকেন।

    শেষ পর্যন্ত ব্যবসায়ী আল-আমীন ১৬ হাজার টাকায় মাছটি কিনে নেন। ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি নিতে নিতে আল-আমীন বললেন, মাছটির আকার-রূপই আলাদা। দেহের গঠন নিখুঁত, ম‌া‌ছের মানও ভালো হবে বোঝাই যাচ্ছে। তাই দাম বেশি পাওয়া গেছে।

    স্থানীয় জেলেরা জানান, মৌসুমের একেবারে শেষ দিকে এমন বড় ইলিশ খুব কমই ধরা পড়ে। তাই বিরলতার কারণেই দাম আকাশছোঁয়া। আর এমন মাছ হাতে এলে জেলেদের মুখেও ফুটে ওঠে বাড়তি হাসি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে দশম গ্রেড বাস্তবায়নের দাবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের

    দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার দুপুর ২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল...