More

    পটুয়াখালী—৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর গণ সংযোগ

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ১১৩ পটুয়াখালী—৪ (কলাপাড়া—রাঙ্গাবালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ এবিএম মোশাররফ হোসেন বৃহস্পতিবার সকালে ও বুধবার সন্ধ্যায় কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকার সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে গণ সংযোগ ও নির্বাচনি প্রচারণা চালিয়েছেন।

    তিনি ব্যবসায়ী ও নতুন ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলাকে উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলবো। এবং কুয়াকাটা পর্যটন কেন্দ্রকে আরও সুন্দর ও আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবো। চাঁদাবাজ ও মাদক নির্মূল করবো।

    এসময় তার সাথে ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো: ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা— কমীর্রা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

    বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। এরইমধ্যে একটি বেসরকারি...