More

    পটুয়াখালী—৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর গণ সংযোগ

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ১১৩ পটুয়াখালী—৪ (কলাপাড়া—রাঙ্গাবালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ এবিএম মোশাররফ হোসেন বৃহস্পতিবার সকালে ও বুধবার সন্ধ্যায় কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকার সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে গণ সংযোগ ও নির্বাচনি প্রচারণা চালিয়েছেন।

    তিনি ব্যবসায়ী ও নতুন ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলাকে উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলবো। এবং কুয়াকাটা পর্যটন কেন্দ্রকে আরও সুন্দর ও আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবো। চাঁদাবাজ ও মাদক নির্মূল করবো।

    এসময় তার সাথে ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো: ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা— কমীর্রা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যানচালকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

    নাজিরপুরে প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ নুর আলমের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা...