More

    ঢাকার বংশালে ভূমিকম্পে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন নিহত

    অবশ্যই পরুন

    রাজধানীর ঢাকার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন। ‎শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের পর এ ঘটনা ঘটে।

    তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ‎স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলে নিহত হন। তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

    বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ সাংবাদিকদের জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভূমিকম্পের প্রভাবে বরিশালে নদীগর্ভে বিলীন বসতঘর

    ভূমিকম্পের প্রভাবে বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে নদীগর্ভে বিলীন হয়ে গেছে জায়গা-জমি ও বসতঘর। সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে উত্তর...