পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল দুর্ঘটনায় জুবায়ের (২১) নামের এক যুবক নিহত ও ২ জান আহত হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে সাতটার দিকে দুমকির মাদ্রাসা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুবায়ের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কালাম বিশ্বাসের ছেলে।
তাঁর বাবা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারী। সে বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটির স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। জানা গেছে, সন্ধ্যার দিকে জুবায়ের নিজ মোটরসাইকেলযোগে উপজেলার পাগলা থেকে দুমকি আসার পথে মাদ্রাসা ব্রীজ এলাকায় প্লাস্টিকের পাইপ বহনকারী অটোরিকশার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে থাকা অপর গুরুতর আহত জিহাদ (২০) কে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত হাসানকে পটুয়াখালী সরকারি কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
