More

    কলাপাড়ায় ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  ১১৩ পটুয়াখালী-৪ কলাপাড়া (রাঙ্গাবালী) আসনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলেরকরণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় কলাপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা আয়োজন করে কলাপাড়া উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী- ৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

    তিনি তার বক্তব্য বলেন, ছাত্রদলকে সুসংগঠিত করা, দলীয় প্রার্থীকে সহায়তা, মাঠ পর্যায়ে ভোটারদের সাথে যোগাযোগ বাড়ানো এবং নির্বাচনি পরিবেশ সুশৃঙ্খল রাখতে ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে সক্রিয় ভূমিকা রাখতে হবে ।

    ছাত্রদল যদি সঠিক ভাবে মাঠে ভূমিকা রাখে তাহলে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী হুমায়ুন সিকদার সভাপতি কলাপাড়া উপজেলা বিএনপি, আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির সাবেক আহ্বায়ক উপজেলা বিএনপি, অ্যাডঃ হাফিজুর রহমান চুন্নু, সাধারণ সম্পাদক কলাপাড়া উপজেলা বিএনপি, গাজী মোঃ ফারুক সভাপতি কলাপাড়া পৌর বিএনপি, মুসা তাওহীদ নাননু মুন্সী সাধারণ সম্পাদক কলাপাড়া পৌর বিএনপি ও সাইমুন রহমান ইসমাইল, সভাপতি, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদল।

    এছাড়া ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। মতবির্নের সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার।

    সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, পৌর ছাত্রদলের সদস্য সচিব সিকদার জুয়েল ইকবাল, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মাদ বেলাল হোসাঈন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার একান্ত আলাপ

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর)...