More

    ঝালকাঠির নেছারাবাদের বার্ষিক মাহফিল আরম্ভ

    অবশ্যই পরুন

    উপমহাদেশের প্রখ্যাত বরেণ্য আলেম বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত আজিজুর রহমান কায়েদ ছাহেব হুজুর প্রতিষ্ঠিত ঝালকাঠি নেছারাবাদ এন এস কামিল মাদ্রাসা ময়দানের বার্ষিক মাহফিল শুরু হয়েছে।
    ২১ নভেম্বর শুক্রবার পবিত্র জুমার নামাযের পর নেছারাবাদ দরবার কমপ্লেক্সের পরিচালক আমিরুল  মুসলেহীন হযরত মাওঃ খলিলুর রহমান নেছারাবাদীর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই মাহফিলের আখেরি মোনাজাত হবে ২৩  নভেম্বর রবি বার  সকালে।
    যেহেতু মাহফিলের প্রথম দিন শুক্রবার হওয়ায় মাহফিল ময়দানে জুমার নামাজ আদায় করতে পাশের জেলা উপজেলা থেকে হাজার হাজার মুসল্লি সকাল থেকে আসতে শুরু করে, ফলে  জুমার আগে মুসল্লীদের পদচারণায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ময়দান।  এবং বরিশাল অঞ্চলের জুমার নামাজের সবচেয়ে বড় জামাত  অনুষ্ঠিত হয় ঝালকাঠি এনএস মাদ্রাসা  মাঠে।
    নেছারাবাদ মাহফিলের প্রথম দিনে আজ জুমার নামাজে মুসল্লিদের সাথে নামাজ আদায় করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ  মঞ্জুর মোর্শেদ  আলম, ঝালকাঠির  জেলা প্রশাসক মোঃ মোমিন উদ্দিন,  সহ ঝালকাঠি ও বরিশাল জেলার  প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে  বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম, যুগে যুগে বিভিন্ন ইসলামিক গবেষকগণ  ইসলামের এই শান্তির বার্তা সমাজের বিভিন্ন স্থানে পৌঁছে দিয়ে মানুষকে সত্য ন্যায়ের পথে চলতে সাহায্য করেছেন। তারা বলেন   ইসলামিক আদর্শই মানুষকে একমাত্র  ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে সহায়তা করতে  পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় ৮০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় ৮০০ পিছ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানার পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে খেয়াঘাট এলাকায়...