ঝালকাঠি প্রতিনিধি,মো: মেহেদী হাসান: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে ড. ফয়জুল হকের নাম ঘোষণা ও নির্বাচনী পরিকল্পনা তুলে ধরতে কাঁঠালিয়া প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি এলাকার উন্নয়নে তার ভবিষ্যৎ রূপরেখা ও বিশেষ নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেন।
উন্নয়নের মহাপরিকল্পনা ও প্রতিশ্রুতি সংবাদ সম্মেলনে ড. ফয়জুল হক কাঁঠালিয়া উপজেলার ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক পদক্ষেপের কথা জানান: শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ: কাঁঠালিয়া একটি নদীমাতৃক এলাকা হওয়ায় প্রতি বছর বন্যার পানিতে প্লাবিত হয়। ড. ফয়জুল হক প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে বিষখালি নদীর তীরবর্তী এলাকায় টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করে জনপদকে বন্যার হাত থেকে রক্ষা করবেন।

চিকিৎসা সেবার মানোন্নয়ন: স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে কাঁঠালিয়ায় একটি আধুনিক ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। মিনি পার্লামেন্ট গঠন: প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তিনি এক অভিনব পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, নির্বাচিত হলে প্রতিটি উপজেলা হবে একটি ‘মিনি পার্লামেন্ট’, যেখানে প্রতি সপ্তাহে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে উন্নয়ন সভায় মিলিত হবেন তিনি। জোট ও দলীয় সিদ্ধান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান ও প্রার্থী ড. ফয়জুল হক বলেন, “আমরা জোটবদ্ধ রাজনীতির আদর্শে বিশ্বাসী।
১১ দলীয় জোটের কেন্দ্র থেকে যাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে, কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের নির্দেশে আমরা তা মাথা পেতে নেব।” উপস্থিত নেতৃবৃন্দ কাঁঠালিয়া উপজেলা আমীর জনাব মজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ সাইদুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী ড. ফয়জুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক। ঝালকাঠি-১ আসনের নির্বাচনী পরিচালক মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, নাসির উদ্দিন, অধ্যক্ষ শহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সংবাদ সম্মেলনের শেষে রাজাপুর-কাঁঠালিয়ার মানুষের জীবনমান উন্নয়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে উপজেলা আমীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
