More

    পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের পূজাখোলা বাজার এলাকার গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

    তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ। ব্যাংকের নৈশপ্রহরী তাহের হোসেন জানান, আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। হঠাৎ আগুনের আলো দেখতে পেয়ে চিৎকার করি। তখন দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাইরে থেকে দেয়াল টপকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। ব্যাংকের স্টাফরাও বলেন, গভীর রাতে ব্যাংকের মূল ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করা হয়।

    সৌভাগ্যক্রমে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দশমিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, দুর্বৃত্তরা দেয়াল টপকে ভেতরে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করেছে।

    নৈশপ্রহরী টের পেয়ে আগুন নিভিয়ে ফেলে। ঘটনাস্থল থেকে পেট্রলভর্তি একটি বোতল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলেও তাৎক্ষণিক সতর্কতার কারণে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাগরে মাছ ধরতে গিয়ে ১২ দিন ধরে ভোলার ১৫ জেলে নিখোঁজ

    ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ উপকূল থেকে সাগরে মাছ ধরতে গিয়ে ১৫ জন জেলে নিখোঁজ হয়েছেন। ১২ দিন পেরিয়ে...