সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ উন্মুক্ত করা হয়েছে। বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে জনসাধারণের জন্য উন্মুক্ত পরিদর্শন।
বরিশালে বিআইডব্লিউটির ঘাটে সর্বসাধারণের পরিদর্শনের জন্য বানৌজা পদ্মা যুদ্ধজাহাজ এসেছে।
বেলা ২টা থেকে বিকেল ৫টার মধ্যে প্রচুর জনসাধারণের সমাগম ঘটে। বিশেষ করে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশি। বানৌজা পদ্মা জাহাজের অধিনায়ক হিসেবে রয়েছেন লে. কমান্ডার নাফিউর রহমান।
