উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় উজিরপুর পৌরসভার ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বড়াকোঠা, ওটরা, হারতা, সাতলা, জল্লা, শোলক, বামরাইল ও শিকারপুর ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় ১০২ কিলোমিটার পথ অতিক্রমের পর উপজেলা সদরের মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে শোভাযাত্রাটি সমাপ্ত হয়।
শোভাযাত্রায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামের আমীর আব্দুল খালেক মাস্টার এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মোঃ খোকন সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণসংযোগ করেন বরিশাল-২ আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমীর হাফেজ কাওসার হোসাইন, পৌর জামায়াতের আমীর আল-আমীন সর্দারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। আয়োজকদের দাবি, শোভাযাত্রায় প্রায় এক হাজার মোটরসাইকেল অংশ নেয়, যা বিভিন্ন স্টেশনে বিপুল উৎসাহ ও জনসমাগম তৈরি করে।
শোভাযাত্রার কারণে ঢাকা–বরিশাল মহাসড়কের সানুহার থেকে ইচলাদি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হয়। গণসংযোগকালে মাস্টার আব্দুল মান্নান বলেন, “আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশকে দুর্নীতি, ঘুষ, মাদক ও চাঁদাবাজিমুক্ত করে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “বিগত সময়ে ক্ষমতায় থাকা দলগুলো দেশকে একাধিকবার দুর্নীতিতে শীর্ষে নিয়ে গেছে। এখনই সময় দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার।”
