More

    কলাপাড়ায় গাছ কাটতে উঠে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত এক

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া গ্রামে গাছ কাটতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট কৃষক হৃদয় হাওলাদার নিহত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় একই গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। নিহতের চাচা লিটন হাওলাদার জানান, শনিবার (আজ) সকালে নিজ বাড়ির সামনে রাস্তার পাশে রেইনট্রি গাছের ডাল কাটতে উঠে হৃদয়।

    গাছের সাথে সংযুক্ত ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিলো। এসময় সে গাছের ডাল কাটতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে গাছের সাথে ঝুলে পড়ে। এসময় প্রতিবেশীসহ স্বজনরা তাৎক্ষণিক তাকে গাছ থেকে নামিয়ে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার সমর্থনে হাজারো মটোর সাইকেল নিয়া জামায়াতে ইসলামীর শোভাযাত্রা

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাকেরগঞ্জ - ৬ আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে দাড়িঁপাল্লা প্রতীকের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা...