More

    পুলিশ আগৈলঝাড়ায় থানার এসপি মার্কেটে ব্যাবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি,কর্মচারীকে আটক

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া সদরের থানার সামনে এসপি মার্কেটে ব্যাবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এঘটনায় দোকানের কর্মচারীকে আটক করেছে পুলিশ। বর্তমানে উপজেলার বিভিন্ন স্থানে প্রতিরাতেই কোন কোন স্থানে চুরি হচ্ছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদরে থানার নিজস্ব সম্পত্তিতে নির্মাণ করা এসপি মার্কেটের অবন্তিকা টেলিকম এন্ড ইলেকট্রনিক ব্যাবসা প্রতিষ্ঠানে শনিবার রাতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।

    চোরের দল ব্যাবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ৮০ থেকে ১০০টি, নগদ ২ লক্ষ টাকা নিয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক অপু দে। প্রতিষ্ঠানের মালিক অপু দে সকালে ব্যাবসা প্রতিষ্ঠান খুলতে এসে দেখে প্রতিষ্ঠানের তালা ভাঙা, ভিতরে ঢুকে দেখেন মূল্যবান অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ৮০ থেকে ১০০টি, নগদ ২ লক্ষ টাকা নিয়ে গেছে চোরের দল। পরে পুলিশকে সংবাদ দিলে এসআই সমীর বিশ্বাস ব্যাবসা প্রতিষ্ঠানে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। ব্যাবসা প্রতিষ্ঠান চুরির ঘটনায় ওই প্রতিষ্ঠানের কর্মচারী পূর্ব বাকাল গ্রামের নেপাল দাস (২৭)কে আটক করেছে পুলিশ। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে প্রায় রাতেই চুরি সংগঠিত হচ্ছে।

    এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ প্রাথমিক তদন্ত করেছে। ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক লিখিত অভিযোগ দিলে মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে….এবিএম মোশাররফ হোসেন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ১১৩ পটুয়াখালী—৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবিএম...