কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শাখা ইসলামি আন্দোলনের শীর্ষ তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এরা হলেন, জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সহসভাপতি জেড এম কাওসার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইউসুফ। ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি এইচ এম আবদুল হাকিম কর্তৃক স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানা গেছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২২ নভেম্বর রাতে দলীয় সভায় সিদ্ধান্ত নিয়ে এ তিন নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, এ তিন নেতাকে অব্যাহতি দেয়ার একদিন পর গত ২৩ নভেম্বর ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে। বিএনপি থেকে সদ্য ইসলামী আন্দোলনে যোগদান করা মো. মোস্তাফিজুর রহমানকে দলটির উপজেলা শাখার আহবায়ক করা হয়েছে। নতুন এ কমিটিতে মাহবুবুল আলম, মো. নাইমুল ইসলাম, নূর হোসেন খানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া মো. মনিরুল ইসলামকে সদস্য সচিব, মো. জোবায়ের হোসেনকে যুগ্ম সদস্য সচিব এবং মো. জসিম উদ্দিনকে অর্থ ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে।
বিএনপি ত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগদান করা মোস্তাফিজুর রহমান দুইবার কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পরবর্তীতে সভাপতি ছিলেন। গত ৬ মে দুপুরে তিনি বরিশালের চরমোনাই দরবার শরীফে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সাথে দেখা করে ইসলামী আন্দোলনে যোগদান করেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলে সদ্য যোগদান করা মোস্তাফিজুর রহমানকে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি এইচ এম আবদুল হাকিম বলেন, ‘দলের শৃংখলা ও স্বার্থ পরিপন্থি কাজ করায় তিনজনকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সামনে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন, সে কারণে দলকে সু-সংগঠিত করার জন্য একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করে দেয়া হয়েছে।’
