আরিফ তৌহীদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : সোমবার নব নিযুক্ত বরগুনা জেলা প্রশাসক তাসলিমা আক্তার পাথরঘাটা উপজেলা পরিদর্শন করেছেন। সকালেই তিনি পাথরঘাটা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা—পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ, পাথরঘাটা থানা, পাথরঘাটা পৌরসভা এবং উপজেলা পরিষদ—পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা পরিষদের সভাকক্ষে সর্বস্তরের জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন অগ্রগতির নানা বিষয় উপস্থাপন করেন।
এসময় জেলা প্রশাসক তাসলিমা আক্তার বলেন, “সামনে আমাদের বড় চ্যালেঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে কোন দল বা ব্যক্তির আলাদা সুবিধা নেয়ার কোন সুযোগ নেই। প্রশাসনের কেউ যদি দুর্নীতি বা স্বজনপ্রীতির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার।
