স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় মুহম্মদ ইউসুফ মিয়া জাহানারা স্মৃতি কমপ্লেক্সের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সহযোগিতায় দিনব্যাপী এই সেবা কার্যক্রম বাস্তবায়ন করে পটুয়াখালীর বিএনএসবি চক্ষু হাসপাতাল। এসময় চক্ষু বিশেষজ্ঞ, অপটোমেট্রিস্ট ও টেকনিশিয়ানের সহায়তায় প্রায় দুই শতাধিক রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা সরবরাহ করা হয়েছে।
এদের মধ্যে যাদের চোখের ছানির অপারেশন প্রয়োজন তাদের বাছাই করে পটুয়াখালীতে বিনামূল্যে অপারেশন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। মুহম্মদ ইউসুফ মিয়া জাহানারা স্মৃতি কমপ্লেক্সের প্রতিষ্ঠিতা মুর্তাজা সাইফুল আলম জাকিরে তত্ত্বাবধানে আয়োজিত চক্ষু সেবা ক্যাম্প পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, বিএনএসবি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মোস্তাক আহমেদ পিনু, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার ও উপজেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান মঈন প্রমূখ।
এসময় ক্যাম্পে পরিচালনার সহায়তায় ছিলেন ইউসুফ -জাহানারা স্মৃতি কমপ্লেক্সের ইনচার্জ আতিকুর রহমান শাহিন। মুর্তজা সাইফুল আলম জাকির বলেন, আমার বাবা মো. ইউসুফ মিয়া এই অঞ্চলের একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী ছিলেন। তিনি গলাচিপা হাই স্কুলের প্রধান শিক্ষক, মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হিসেবে দীর্ঘসময় দায়িত্ব পালন করেছেন।
ব্রিটিশ আমলের পর থেকেই তিনি এই অঞ্চলের মানুষের সেবা করে গেছেন। সবাই তাকে ‘ইউসুফ স্যার’ নামেই চিনেন। আমরা তার সন্তান হিসেবে তার স্মৃতিকে ধরে রাখার জন্য বাবা–মায়ের নামে একটি স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করেছি। এই কমপ্লেক্সে মসজিদ, স্বাস্থ্য কমপ্লেক্স ও মেয়েদের স্কুল রয়েছে। এখানে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য পোশাক, বই-খাতা, দুপুরের খাবার এবং যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থাও করা আছে।
তিনি আরও বলেন, আজ একটি চক্ষু সেবা ক্যাম্প আয়োজন করা হয়েছে। এ অঞ্চলের বেশিরভাগ মানুষই গরিব, দুঃস্থ ও অসহায়—যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা ভেবে আমরা বিনামূল্যে চিকিৎসা, চক্ষু পরীক্ষা, ওষুধ এবং চশমা প্রদান করছি। আমি আশা করি, এই এলাকার গরিব ও অসহায় মানুষের উপকারে আমার প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। হাসান মামুন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে জানান, গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপি ইতোমধ্যেই বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প পরিচালনা করেছি। তাঁদের এ কার্যক্রমে আরো উদ্ভূত হয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প আয়োজন করা হবে। এবিএম মোশাররফ আয়োজকের প্রশংসা করে জানান, রাজনীতি মানে মানুষের কল্যাণে কাজ করা।
রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো সমন্বিতভাবে মানুষের কল্যাণে কাজ করলে সাধারণত মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও আর্থ সামাজিক উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিনামূল্যে চিকিৎসা, ছানি অপারেশনে সুযোগ ও ওষুধ পেয়ে এলাকার গরীব ও অসহায় মানুষরা সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া অতিথিরাও ক্যাম্প পরিদর্শন করে এই উদ্যােগকে স্বাগত জানিয়েছেন।
