More

    দেশব্যাপী সুনাম কুড়িয়েছে বানারীপাড়ার নাসিরের রসগোল্লা

    অবশ্যই পরুন

    সুমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলায় বাংলার বাঘ শেরে বাংলা এ কে ফজলুল হকের পূন্যভুমি চাখার ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিবাজারে নাসিরের রসগোল্লা দেশব্যাপী সুনাম অর্জন করেছেন। ঈদ কিংবা ছুটির দিনে হাজার হাজার মানুষ ভিড় করে তার দোকানে। স্বাদে-ঘ্রাণে অনন্য তার তৈরি রসগোল্লা যে জনপ্রিয়তা পেয়েছে সেক্ষেত্রে চাহিদার তুলনায় মিষ্টির উৎপাদন খুবই কম।

    কারিগর নাসির নিজ হাতেই ৩০ বছর যাবত গ্রামের খাঁটি গরুর দুধ সংগ্রহ করে মিষ্টি তৈরি করেন। তার মিষ্টি খেতে খুবই সুস্বাদু ও মজাদার। উপজেলার যেকোনো মেহমান এলে তাদের পছন্দের শীর্ষে থাকে কালিবাজারের রসগোল্লা। বানারীপাড়া থেকে ঢাকা কিংবা অন্য কোথাও বেড়াতে গেলে মেহমানদের চাহিদা থাকে কালির বাজারের রসগোল্লা।

    সন্ধ্যা নদীর তীরবর্তী স্থানে বাজারটি হওয়ায় প্রতিদিন বিকেলে নদীর পাড়ে মানুষ ঘুরতে এসে রসগোল্লা ও পুরি খেয়ে যায়। স্থানীয়রাও কালিবাজারের মিষ্টি ও পুরি খুব পছন্দ করেন। জানা যায় কারিগর নাসির প্রতিদিন দুপুরে ক্রেতাদের সামনেই খাঁটি গরুর দুধ দিয়ে ছানা তৈরি করে রসগোল্লা বানিয়ে থাকেন।

    দেশের যেকোনো প্রান্ত থেকে লঞ্চ কিংবা বাসে বরিশাল আসার পরে, বরিশাল সদর থেকে বাস কিংবা মাহিন্দ্রা করে বানারীপাড়া আসতে হবে। বানারীপাড়া থেকে ট্রলার কিংবা অটোতে করে কালির বাজারে যেতে পারবেন অনায়াসে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সরকার সেবার মান বাড়াতে ধারাবাহিকভাবে কাজ করছে : বরিশাল জেলা প্রশাসক

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন বলেছেন-সরকার প্রতিটি উপজেলায় সেবার মান...