More

    কলাপাড়ায় সেতুর ১২ স্লাব বিধ্বস্ত, দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক সেতুর ফুটপাতের অন্তত ১২টি স্লাব ভেঙে জরাজীর্ণ হয়ে গেছে। পথচারীদের ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করতে হয়। ফলে দ্রুত গতির যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। পথচারীরা বিশেষ করে রাতের বেলা নিরাপত্তাহীনভাবে চলাচল করছেন। তারা বিধ্বস্ত স্লাব দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন।

    কিন্তু সড়ক ও জনপথ বিভাগের দ্রুত মেরামতের আশ্বাস বাস্তবে রূপ নিচ্ছে না। বরং আরও নতুন নতুন স্লাব ভেঙে যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, সেতুটির ফুটপাতের বেশ কয়েকটি স্লাব বিধ্বস্ত হয়ে আছে। দুই পাশেই একই অবস্থা। ইতিপূর্বে কয়েকটি স্লাব বিধ্বস্ত হলে তা মেরামত করা হয়। কিন্তু ফের নতুন করে অসংখ্য স্লাব বিধ্বস্ত হয়ে পড়ে আছে। ফলে পথচারীরা ফুটপাত বাদ দিয়ে মূল সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এ ছাড়া ওই সেতুতে সন্ধ্যার পরে বহু ভ্রমণকারীর আনাগোনা থাকে।

    প্রতিদিন এই সেতু হয়ে কুয়াকাটাগামী শত শত দূরপাল্লার দ্রুতগামী যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী ট্রাক–ট্রলি চলাচল করছে। এতে মানুষ চলাচলের সময় চরম ঝুঁকির মুখে পড়ছেন। পথচারী ইসমাইল হোসেন জানান, “আমি প্রতিদিন সকাল-সন্ধ্যা এই সেতু দিয়ে যাতায়াত করি। ফুটপাতের স্লাব ভাঙা থাকায় চলাচলে খুব সমস্যা হয়।” স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’-এর সভাপতি নজরুল ইসলাম বলেন, “জনস্বার্থে দ্রুত এই স্লাবগুলো মেরামত করা প্রয়োজন।” স্থানীয়রাও একই দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বহুবার মোবাইল করা হয়েছে, খুদেবার্তা পাঠানো হয়েছে। কিন্তু কোনো উত্তর মেলেনি। প্রায় দেড় বছর আগে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন দ্রুততম সময়ের মধ্যে মেরামত করা হবে। কিন্তু এখনও তা করা হয়নি। তবে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, তিনি বিষয়টি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাগরে সৃষ্টি হয়েছে আরেকটি লঘুচাপ

    আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আর দক্ষিণ আন্দামান সাগরের লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। মঙ্গলবার (২৫ নভেম্বর) এমন...