More

    কুয়াকাটায় নিম্ন আয়ের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালীর কুয়াকাটায় পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভার ১নং ওয়ার্ডের অরকা পল্লীতে নিম্ন আয়ের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রী মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্‌বোধন করেন পটুয়াখালী—৪ (কলাপাড়া—রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

    কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনের সঞ্চালনায়। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী,কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফরুজ্জামান খোকন, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান।

    কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন,দেশের সংকটময় মুহূর্তে দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের জন্য যুবদলের এই কর্মসূচি।

    মানবিকতার উজ্জ্বল উদাহরণ। দিনব্যাপী ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিস, রক্তচাপ, সর্দিজ্বর, চর্মরোগসহ নানা সমস্যা যাচাই করে চিকিৎসা পরামর্শ দেয়া হয়। এবং পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

    রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট; ঘটনাস্থলে যাচ্ছে আরও ৮টি ইউনিট। মঙ্গলবার...