More

    যৌতুক ও নারী নির্যাতন মামলায় বরগুনা পৌরসভার প্রকৌশলীর কারাদণ্ড

    অবশ্যই পরুন

    স্ত্রীর করা মামলায় বরগুনা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম শিপনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি বরগুনা পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ ও তত্ত্বাবধায়ক পানি) পদে দায়িত্বরত আছেন।

    যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা মামলায় তাকে এ কারাদণ্ড দেওয়া হয়। মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী ভুক্তভোগী নারী সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সঙ্গে ২০১৪ সালে মো. সাইফুল ইসলাম শিপন আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন সাইফুল।

    চার বছর আগে ঘর নির্মাণের জন্য শ্বশুরের কাছ থেকে তিন লাখ টাকা আনতে স্ত্রীকে বাধ্য করেন তিনি। পরে গত বছর আবারও ফ্ল্যাট কেনার জন্য ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন। ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়।

    এরপর আদালতে মামলা করলে তদন্ত শেষে আদালত মামলা প্রমাণিত হওয়ায় সাইফুল ইসলামকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

    রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট; ঘটনাস্থলে যাচ্ছে আরও ৮টি ইউনিট। মঙ্গলবার...