স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আছর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খাইরুল হাসান।
দোয়া মাহফিলে কাজী খাইরুল হাসান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অতুলনীয়। অবৈধ সরকারের নানা নির্যাতন সত্ত্বেও আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। আমরা আশা করছি, ভবিষ্যতে রাষ্ট্র গঠনে তিনি আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তিনি আরও বলেন, “বিগত কয়েকদিন ধরে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাই ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিবিরের বায়তুলমাল সম্পাদক মো. সিফাতুল্লাহ, গলাচিপা সরকারি কলেজ শিবিরের সভাপতি রফিকুল ইসলামসহ কলেজ শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
