More

    ঝালকাঠিতে অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলা

    অবশ্যই পরুন

    ঝালকাঠিতে অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলার অভিযোগ উঠেছে শরজিৎ হালদার (৬২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আশুতোষ হালদার নামে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার কীত্তিপাশা ইউনিয়নের শতদশকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আশুতোষ হালদারের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় অভিযুক্ত শরজিৎ হালদার ক্ষুব্দ হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

    ভুক্তভোগী পরিবারের সদস্য আশীষ হালদার জানান, দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে এমন ন্যক্কারজনক হামলা আমাদের পরিবারকে আতঙ্কের মধ্যে ফেলেছে। ওই ব্যক্তি হামলা করে থেমে থাকেনি। দেশীয় অস্ত্র নিয়ে আমার বাবাকে হত্যার জন্য আসেন। পরে স্থানীয়রা রক্ষা করেছে। আমি এর বিচার চাই।

    এ বিষয়ে অভিযুক্ত শরজিৎ হালদার পলাতক থাকার কারণে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সময় পেরোলেও অটুট বন্ধন—কুয়াকাটায় গলাচিপার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের মিলনমেলা

    গলাচিপা উপজেলা প্রতিনিধি: “আমরা আমাদের, আমরা বন্ধুত্বের”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের...