আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সরকারী সকল দপ্তরের কর্মচারীদের ৯ম পে—স্কেলের গেজেট প্রকাশের দাবীতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারী অশোক মিস্ত্রী, উপজেলা ভূমি অফিসের নাজির মো. সোহেল আমিন, উপজেলা পরিষদের সিএ মনোজ হালদার, উপজেলা সমাজসেবা অফিসের সহকারী শরিফা সুলতানা, উপজেলা সহকারী বন কর্মকর্তা কালীপদ পুস্পা ও রাসেল ফকিরসহ প্রমুখ।
৯ম পে—স্কেলের গেজেট প্রকাশের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র মাধ্যমে স্মারকলিপি প্রদাণ করেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের সরকারী সরকল দপ্তরের কর্মচারীরা।
