শুরু থেকেই এবার জানানো হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হবে পাঁচ দল নিয়ে। তবে খেলোয়াড়দের কথা চিন্তা করে একটি দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ফলে ৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএলের দ্বাদশ আসর। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
আগামী ১৯ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে এই আসর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ১৬ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হতে পারে এই আসর। সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘স্থানীয় খেলোয়াড়দের কথা চিন্তা করে ক্রিকেট বোর্ড দল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়াও সময়সূচীর সমস্যাও একটি কারণ ছিল কারণ পাঁচটি দলের সাথে প্রতিদিন দুটি ম্যাচের সময়সূচী নির্ধারণ করা কঠিন ছিল।’
বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি দলটির নাম নোয়াখালী এক্সপ্রেস। এই দলটির মালিকানায় থাকছে পরিবহণ কোম্পানি দেশ ট্রাভেলস। এর আগে পাঁচ বছরের জন্য তাদের মালিকানা দেওয়া হয়েছিল ঢাকা ক্যাপিটালস (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর রাইডার্স (টগি স্পোর্টস), চট্টগ্রাম রয়্যালস (ট্রায়াঙ্গল সার্ভিসেস), রাজশাহী ওয়ারিয়র্স (নাবিল গ্রুপ) ও সিলেট টাইটান্স (ক্রিকেট উইথ সামি)।
তবে এরমধ্যে চারটি দলের ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদস্য সচিব মিঠু। যদিও কোন চারটি দিয়েছে এবং কোন দুটি দল এখনও দেয়নি তা জানাননি তিনি। এদিকে এবারের বিপিএলের দল নির্বাচন প্রক্রিয়া হবে নিলাম পদ্ধতিতে। এক যুগ পর বিপিএলে ফিরেছে এই পদ্ধতি। দুই দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর এই নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
