More

    বরিশাল–১ উত্তাল: ত্যাগী নেতার দাবিতে হাজারো মানুষের জনসভা

    অবশ্যই পরুন

    বরিশাল–১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশকে কেন্দ্র করে ক্ষোভ দেখা দিয়েছে আগৈলঝাড়া ও গৌরনদীর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে। প্রার্থী পরিবর্তনের দাবিতে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে অনুষ্ঠিত জনসভায় হাজারো মানুষ অংশ নেন।

    জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন,
    ওয়ান ইলেভেনের সময় যারা জিয়া পরিবারকে নিয়ে ষড়যন্ত্র করেছে এবং দলের দুর্দিনে বেঈমানি করেছে—তাদের মনোনয়ন জনগণ মেনে নেবে না।

    তিনি অভিযোগ করে বলেন, নতুন তালিকায় বরিশাল–১ আসনে যাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে রাখা হয়েছে, তার সঙ্গে স্থানীয় ত্যাগী নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। বরং এখানে আরও যোগ্য ও ত্যাগী কেন্দ্রীয় নেতারা রয়েছেন—তাদের মধ্য থেকেই মনোনয়ন দিলে কোনো বিতর্ক থাকবে না।

    এ সময় জনসভায় উপস্থিত হাজারো নারী-পুরুষ একযোগে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে “ক্লিন ইমেজের” নেতা উল্লেখ করে তাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে।

    হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দও বক্তব্যে বলেন—
    তারা আর রামশীলে পালিয়ে যেতে চান না; নিরাপত্তার স্বার্থেই তারা প্রার্থী পরিবর্তন চান।

    সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম।
    এছাড়া বক্তব্য রাখেন রুবাইয়াত সোবহান, অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, আনোয়ার সাদাত তোতা, আবদুল মালেক আকন, নজরুল ইসলাম, নবীন বাড়ৈসহ আরও অনেকে।

    বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন—
    অবিলম্বে প্রার্থী পরিবর্তন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

    দিনব্যাপী জনসভায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ এবং সর্বস্তরের জনগণ খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

    বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা...