More

    দশমিনার বাশবাড়িয়ায় বিএনপির জনসভা: খালেদা জিয়ার আরোগ্য কামনা ও ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গছানী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশ নেন।
    সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতা ও পটুয়াখালী-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন। তাঁর বক্তব্যে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, “খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
    তিনি আরও বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকারের গণতন্ত্র, ন্যায়-নীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রতিটি নেতাকর্মীকে মানুষের কাছে এসব দফার গুরুত্ব তুলে ধরতে হবে।”
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এনায়েত করিম ফারুক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাড. খোরশেদ আলম।
    এছাড়াও বক্তব্য দেন—উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. গোলাম মোস্তফা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম ফরাজি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম আবু জাফর,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল
    সহ আরও স্থানীয় নেতৃবৃন্দ।
    সমাবেশের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানচাপায় রিকশাচালক সাগর নিহত, গ্রামের বাড়ি বরিশাল

    রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দ্রুতগামী কাভার ভ্যানের চাপায় মো. সাগর হোসেন (৪৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪...