More

    কারা নির্যাতিত সাবেক ছাত্রদল নেতা ইখতিয়ার কবিরের ১৫ বছর পর জন্মভূমি গলাচিপায় আগমন

    অবশ্যই পরুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও কারা নির্যাতিত নেতা ইখতিয়ার রহমান কবির দীর্ঘ ১৫ বছর পর জন্মভূমি পটুয়াখালীর গলাচিপায় রাজনৈতিক সফরে এসেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের জেল, জুলুম, দমন ও নিপীড়নের কারণে এতোদিন তিনি গলাচিপায় ফিরতে পারেননি।

    শনিবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করে দুপুরে পটুয়াখালী পৌঁছালে শত শত নেতাকর্মী ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এরপর বিকেলে তিনি দশমিনা হয়ে সন্ধ্যায় গলাচিপায় প্রবেশ করেন। তার আগমনে পুরো এলাকায় দেখা যায় উৎসবমুখর পরিবেশ।

    তার সঙ্গে ছিলেন পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য, প্রয়াত আলহাজ্ব শাহজাহান খানের পুত্র ও জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে স্বাগত জানাতে দশমিনা ও গলাচিপার প্রবেশমুখসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। তাকে ঘিরে দুই শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন বের হয়, যেখানে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

    গলাচিপা পৌঁছে ইখতিয়ার কবির উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।

    দীর্ঘদিন পরে নিজ এলাকায় তার ফেরা ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ছিল ব্যাপক আগ্রহ। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ তাকে একনজর দেখা ও শুভেচ্ছা জানানোর চেষ্টা করেন। জন্মভূমির এমন ভালোবাসা পেয়ে ইখতিয়ার কবির আবেগাপ্লুত হন।

    পরে রাত সাড়ে ৮টায় উপজেলা বিএনপির কার্যালয়ে গলাচিপার সকল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, সাবেক পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম খান, বিএনপি নেতা আব্দুস সোবাহান, মো. নেছার উদ্দিনসহ জেলা–উপজেলা–ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

    স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন পর কারা নির্যাতিত এই নেতার গলাচিপায় প্রত্যাবর্তনে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার হয়েছে।

    উল্লেখ্য, প্রয়াত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান খানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার আয়োজিত স্মরণসভায় ইখতিয়ার রহমান কবির উপস্থিত থাকবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হত্যার প্রতিবাদে মানববন্ধন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের বাসিন্দা মো.ফেরদৌস মুন্সী (৩৮) হত্যার প্রতিবাদে ও জড়িতদের...