More

    পটুয়াখালীর গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস এর প্রস্তুতিমূলক সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

    অবশ্যই পরুন

    সোমবার ১২টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের  সভাপতিত্বে ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস কে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এ বছরও বুদ্ধিজীবীদের স্মরণে সন্ধ্যায় মোম প্রজ্জলন অনুষ্ঠিত হবে। ১৬ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে।

    দিবসটিকে আরো রঙিন করার জন্য  সরকারি অফিস আদালত, বাসভবন গুলোতে আলোকসজ্জায় সজ্জিত হবে, এছাড়াও ১৬ ডিসেম্বর বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নেয়া হয়। পরে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেজবাহ উদ্দিন, সহকারি কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম সাইফ, অফিসার ইনচার্জ তদন্ত মোঃ জিলোন সিকদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ গোলাম সগির,কৃষি অফিসার মোঃ আকরামুজ্জামান, উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার হাওলাদার, গণধিকারের সভাপতি মোঃ হাফিজুর রহমান,একাডেমিক সুপারভাইজার মোঃ আবুল কালাম সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রাজা মিয়া, উপজেলা  জামায়াতে ইসলামের আমির মোঃ জাকির হোসেন,পৌর বিএনপির সকাল সম্পাদক মোঃ জসিম হোসেন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ নাজমুল হোসেন রিপন প্রমুখ।

    এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল- ২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নেছার উদ্দিনের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন আহমেদের সাংবাদিকদের সাথে মতবিনিময়...