বরিশালের আগৈলঝাড়া উপজেলা মহিলাদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমীর হলরুমে উপজেলা মহিলা দলের আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, আমাদের দেশ মাতা আমাদের ছেড়ে যাইনি।
আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আগামীর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেন। তার অসুস্থতায় দেশবাসী উদ্বিগ্ন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন তিনি সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসেন। আলোচনা সভার বক্তব্য রাখেন, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য বাহাদুর সাজেদা, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার,
বরিশাল মহিলাদলের সহ—সভাপতি নয়ন খানম, বাগধা ইউনিয়ন মহিলাদল নেত্রী পরি বেগম, নাহার বেগম, আফরোজা, মৌসুমী, গৈলা ইউনিয়নের খাদিজা, লুনা, মঞ্জুয়ারা বেগম, হোসনেয়ারা,
রাজিহার ইউনিয়নের লিপি, রুবিনা আক্তার, রাশিদা, রত্নপুর ইউনিয়নের শিরিন আক্তার, রোমানা, বাকাল ইউনিয়নের সাদিয়া বেগম, চাম্পা বেগম, অঞ্জু দাসসহ অনেকে।
