More

    বানারীপাড়ায় দুই কেজি ৬০০ গ্রাম সাইজের ইলিশ ১৪ হাজার তিনশত টাকায় বিক্রি !

    অবশ্যই পরুন

    বিশেষ প্রতিনিধি: বরিশালের সন্ধ্যা নদীতে জেলের জালে পাওয়া দুই কেজি ৬শত গ্রামের একটি ইলিশ মাছ ১৪ হাজার তিনশত টাকায় বিক্রি হয়েছে।

    জানা গেছে, বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার চাখার ইউনিয়নের চালিতাবাড়ি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে রুমেন নামের এক জেলের জালে বৃহৎ আকারের একটি রূপালী ইলিশ ধরা পড়ে।

    ওই জেলে বেলা সাড়ে ১১টার দিকে মাছটি বিক্রির জন্য বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে সত্যরঞ্জনের মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ডাকে ২ লাখ ২০ হাজার টাকা মণে, ৫ হাজার ৫শত টাকা কেজি দরে মোট ১৪ হাজার তিনশত টাকায় পাইকারী বিক্রেতা বিকাশ কিনে নেন।

    এসময় মাছটি দেখতে বাজারে উৎসুক লোকজনের ভিড় পড়ে যায়। আনন্দে আবেগাপ্লুত জেলে রুমেন বৃহৎ আকারের ইলিশ পেয়ে এবং বেশী দামে মাছটি বিক্রি করতে পেরে দারুণ খুশি বলে জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় টিএমএসএস এর ১০৫৫ তম শাখার উদ্‌বোধন

    স্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ক্ষুদ্র ঋণ সহায়তা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে টিএমএসএসের ১০৫৫ তম শাখার শুভ...