More

    কুমিল্লায় ট্রাক্টর চাপায় ৩ নারী নিহত

    অবশ্যই পরুন

    কুমিল্লায় তিতাস উপজেলায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে তিনজন নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলার রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, রাজাপুর গ্রামের শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী শামছুন্নাহার (৪০)।

    পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে তিনজন নারী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সময় বেপরোয়া গতিতে আসা একটি বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

    পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তার তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে ট্রাক্টরের নিচে আরও কেউ চাপা পড়েছে কি না তা তল্লাশি করছে ফায়ার সার্ভিস।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    এবারের নির্বাচনে স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারবে জনগণ, আশা সালাহউদ্দিনের

    এবারের নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি...