More

    আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

    অবশ্যই পরুন

    দ্বিতীয় দফায় আরও ৩৬টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীর নাম ঘোষণা করেন।

    এর আগে, গত ৩ নভেম্বর দলটি ২৩৭টি আসনে বিএনপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করে দলটি।

    এবার ঘোষিত আসনে মাদারীপুর-১ আসনটি রয়েছে, যেখানে প্রার্থী পরিবর্তন করেছে দলটি।

    ঘোষিত এই ৩৬ আসনের মধ্যে টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-৯-এ হাবিবুর রহমান, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১-এ রেজা কিবরিয়া এবং চট্টগ্রাম-৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে প্রার্থী করেছে বিএনপি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    এবারের নির্বাচনে স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারবে জনগণ, আশা সালাহউদ্দিনের

    এবারের নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি...