More

    আইজিপিকে অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ

    অবশ্যই পরুন

    বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইজিপি বাহারুল আলমকে অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থকরা।

    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

    একপর্যায়ে মিছিলটি হাইকোর্টের মাজার গেইট অতিক্রম করলে পুলিশের বাধার সম্মুখীন হয়। এরপর সেখান থেকে কয়েক সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন তারা।

    এদিকে, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে কয়েকজন আইনজীবী।

    নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও নোটিসে উল্লেখ করা হয়েছে।

    উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ ৫ পুলিশ কর্মকর্তার নাম এসেছে। স্পর্শকাতর ওই প্রতিবেদনে আইজিপির নাম আসার পর থেকেই প্রশাসনের ভেতরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় টিএমএসএস এর ১০৫৫ তম শাখার উদ্‌বোধন

    স্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ক্ষুদ্র ঋণ সহায়তা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে টিএমএসএসের ১০৫৫ তম শাখার শুভ...