More

    তেঁতুলিয়া নদীতে বাল্কহেডে চাঁদাবাজির ঘটনায় পাঁচজন আটক

    অবশ্যই পরুন

    বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদীতে মালবাহী নৌযান (বাল্কহেড) এ চাঁদাবাজি করতে গিয়ে পাঁচজনকে আটক করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এনামুল হক।

    আটককৃতরা হলো-স্থানীয় বাসিন্দা ও চাঁদাবাজির সাথে সরাসরি সম্পৃক্ত জাকির হোসেন, রাসেল, আলামিন, মোহাম্মদ হোসেন ও নীরব। নৌ-পুলিশের পরিদর্শক এনামুল হক জানান, তেঁতুলিয়া নদীতে সাইফুল-সামরিন নামক বাল্কহেডে ১০ ডিসেম্বর বিকেল চাঁদাবাজি করার সময় ওই পাঁচজনকে আটক করা হয়।

    পরে তাদের মেহেন্দীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ওইদিন রাতে বাল্কহেডের লস্কর মো. হৃদয় বাদী করে মেহেন্দীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরও জানিয়েছেন, আটককৃতরা বেশ কিছুদিন ধরে তেঁতুলিয়া নদীতে পন্যবাহী নৌযানে চাঁদাবাজি করে আসছিলো। বিষয়টি টের পেয়ে অভিযান চালিয়ে নৌ-পুলিশ তাদের আটক করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের...